খুলনা ব্যুরো : দীর্ঘ বিরতির পর জনমত গঠনের লক্ষ্যে খুলনার রাজপথে নামল বিএনপি নেতাকর্মীরা। রবিবার বেলা সাড়ে ১১টায় দেয়ালে পোস্টার লাগানোর মধ্য দিয়ে খুলনায় কর্মসূচির উদ্বোধন করেছেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এ সময় গ্যাসের দাম বৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান সংবলিত লিফলেট তুলে দেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্র থেকে এসব পোস্টার ও লিফলেট পাঠানো হয়েছে জনসচেতনতা সৃষ্টি ও আন্দোলন-সংগ্রামে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক গণসংযোগের জন্য। কর্মসূচি সফল করতে খুলনায় ৫ দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। আগামী ২০ মার্চ সোনাডাঙ্গা থানা, ২১ মার্চ খালিশপুর থানা, ২২ মার্চ দৌলতপুর থানা ও ২৩ মার্চ খানজাহান আলী থানায় কর্মসূচি পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসি মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, রেহানা ঈসা, শেখ ইকবাল হোসেন, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন, শাহিনুল ইসলাম পাখী, শের আলম সান্টু, আজিজুল হাসান দুলু ও জালু মিয়া প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন