সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জন আটক হয়েছে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রোববার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে সাতক্ষীরা থানা ১৭ জন, কলারোয়া থানা ২ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা ৮ জন, আশাশুনি থানা ৪ জন ও পাটকেলঘাটা এলাকা থেকে ২ জনকে আটক করা হয়। এছাড়া পরিত্যক্ত অবস্থায় পুলিশ একটি লাল রং-এর ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন