শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির বহিষ্কৃত নেতা নাসির আহম্মদ চৌধুরীর নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের কলাবাগান আদর্শ যুব সংঘ ক্লাবের হলরুমে জেলা বিএনপি সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভ‚ইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন তারা। পরে ওয়াদুদ ভ‚ইয়াসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা যোগদানকৃতদের ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকৃতদের মধ্যে বিএনপি থেকে বিভিন্ন সময়ে বহিষ্কৃৃত অনেক নেতাকর্মীও রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে নবাগতদের স্বাগত জানিয়ে অতীতের সকল ভুলভ্রান্তি ভুলে দলীয় সকল কর্মকাÐ পালনে একযোগে কাজ করার আহŸান জানান ওয়াদুদ ভ‚ইয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন