সিলেট অফিস : প্রায় ৩২ বছর পর সিলেট নগরীর দক্ষিণ কাজলশাহ এলাকায় প্রায় ১শ’ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান শুরু হয়েছে। গতকাল (মঙ্গলবার) সকাল থেকে সিলেট জজ কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অভিযান শুরু হয়।
মামলা সূত্রে জানা যায়, ঐ এলাকার মরহুম হাজী আব্দুল বারীর পুত্র আব্দুর রহমান, তার অপর ভাই ও ৫ বোনের ২৩০ ডেসিমিল ভূ-সম্পত্তি তাদের সৎ ভাই আব্দুর রউফ লাল মিয়া গত প্রায় ৩২ বছর থেকে ভোগ-দখল করে আসছেন। বাদীর অভিযোগ, তার সঙ্গে সহযোগিতা করছেন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী।
আব্দুর রহমান আবুল জানিয়েছেন, তার মার দেয়া রেজিস্ট্রিকৃত সম্পত্তি জোরপূর্বক দখল ও ভোগ করেছেন তার সৎভাই লাল মিয়া। দীর্ঘদিন মামলা চলার পর সম্প্রতি উচ্চ আদালতের রায় তাদের পক্ষে ঘোষিত হলে ঐ সম্পদের উপর বসবাসকারী ভাড়াটিয়া ও বিভিন্ন স্থাপনার সাথে সংশ্লিষ্টদের জায়গাটি খালি করে দেয়ার অনুরোধ জানানো হয়েছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন