নেত্রকোনা জেলা সংবাদদাতা : হামলা, মামলা, গ্রেফতার, গুম ও খুন আতঙ্ক কাটিয়ে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে ও সাধারণ জনগণের সামনে সরকারের দুঃশাসন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি চিত্র তুলে ধরতে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে গতকাল বুধবার জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, জনবহুল স্থান ও মোড়ে ‘জাতীয় সম্পদ, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র পুনঃরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী খালেদা জিয়ার ডাক ও বাজারে আগুন : বিপর্যস্ত জনজীবন’ শীর্ষক পোস্টার সাঁটানোর কর্মসূচি উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা তাঁতী দলের সভাপতি আজিজুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ এসএম মুসা, মনি চেয়ারম্যান, দপ্তর সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, সহ-তথ্য সম্পাদক হাবিবুর রহমান রুবেল প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন