নড়াইল জেলা সংবাদদাতা
নড়াইল জেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চার মাদকবিক্রেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২৭ জনকে আটক করেছে। অভিযানকালে দেড় কেজি গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে নড়াইল সদর থানায় ১০ জন, লোহাগড়ায় ৮ জন, কালিয়ায় ৬ জন এবং নড়াগাতি থানায় ৩ জনকে আটক করা হয়। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় আটক ২৭ জনের মধ্যে চার মাদকবিক্রেতার বিরদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা হয়েছে। এছাড়া নারী নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় আরো ৩টি মামলা হয়েছে। মাদকমুক্ত নড়াইল জেলা গড়তে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন