স্টাফ রিপোর্টার : রাজধানীর কাওরান বাজারে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কাওরান বাজারের টিসিবি ভবনের পাশের একটি বহুতল ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকাল ৫ টার সময় আগুন নিভাতে সক্ষম হয়। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন