গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থী মো. খালিদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাধা নেই। গত রোববার ওই ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী মো. খালিদ হোসেনের প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. তাজুল ইসলাম মোল্লা চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারে আবেদনপত্র রির্টানিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। গত ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমার শেষ দিনে কুশলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ওই দু’জন মনোনয়নপত্র জমা দেন। মো. তাজুল ইসলাম মোল্লা গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারে আবেদন জমা দেন। এখন মো. খালিদ হোসেন ওই ইউনিয়নে এককভাবে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। কুশলী ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. খোরশেদ আলম জানিয়েছেন, কুশলী ইউনিয়নে মাত্র দু’জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী গত রোববার তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী নেই। তাই মো. খালিদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সময়ের ব্যাপার মাত্র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন