বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মিতু হত্যা মামলা অস্ত্র মামলায় বাদীর সাক্ষ্য সমাপ্ত

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল (সোমবার) বাদীর অসমাপ্ত জবানবন্দি গ্রহণের পর নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামানকে জেরা করেন আসামির আইনজীবীরা।
বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর ২ মে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিনধার্য করেছেন বলে জানিয়েছেন মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী। এর আগে গত ১৮ জানুয়ারি বাদী এডিসি কামরুজ্জামানের আংশিক সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
এদিকে মামলা দায়েরের সময় মামলার দুই আসামি এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আদালতে হাজির করা হয়। আসামি ভোলার পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানির পর আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। গত বছরের ২২ নভেম্বর মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। তাদের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের এই মামলাটির অভিযোগপত্র গত বছরের ২৮ জুলাই আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এস আই মহিম উদ্দিন।
অভিযোগপত্রে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করা হয়। গত বছরের ২৭ জুন ভোলা এবং পরদিন মনির গ্রেফতার হয়েছিল। মনিরের বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছিল। মিতু হত্যা মামলার মূলহোতা পলাতক আবু মুছা ওই দু’টি অস্ত্র হত্যাকান্ডের জন্য ভোলার কাছ থেকে নিয়েছিল। হত্যাকান্ড শেষে অস্ত্র দু’টি জমা দিলে ভোলা তা মনিরের বাসায় রেখে আসে।
গত ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে হত্যা মামলা তদন্ত এখনও শেষ হয়নি। হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করেছিল পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন