রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

যৌতুক না দেয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : চৌদ্দগ্রামে দাবিকৃত ২ লাখ টাকা যৌতুক না দেয়ায় হনুফা আক্তার ময়না নামে এক গৃহবধূকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হনুফা ওই গ্রামের প্রবাস ফেরত মোঃ শামীমের স্ত্রী। ঘটনার পর থেকে শামীমসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহত হনুফার ভাই হারেছ মোল্লা জানান, কটপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ শামীমের সাথে হনুফা আক্তার ময়নার (২০) গত বছরের জানুয়ারি মাসে সামাজিকভাবে বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে শ্বশুড় পক্ষের লোকজন তার উপর নির্যাতন করতো। এরই মধ্যে তাদেরকে ৭৩ হাজার টাকা মূল্যের ফার্ণিচার দেয়া হয়। সোমবার রাত ১০টার দিকে তার বোন হনুফা মোবাইলে ফোন করে বলে তার স্বামী শামীম ডুবাই যাবে। এজন্য ২ লাখ টাকা প্রয়োজন। দাবিকৃত টাকা না দিলে আমাকে নির্যাতন করে পাঠিয়ে দিবে। রাত আনুমানিক ১২টার সময় ওই বাড়ির এক মহিলা ফোন করে হনুফার মৃত্যুর খবর জানায়। গতকাল মঙ্গলবার ভোরে আমিসহ পরিবারের লোকজন ওই বাড়িতে গিয়ে দেখি- হনুফার বসতঘরের দরজা লাগানো। কিন্তু বাড়ি থেকে তিন মাস বয়সী শিশু মারুফকে নিয়ে তার স্বামী শামীমসহ শ্বশুড় পক্ষের লোকজন পালিয়ে যায়। স্থানীয় মেম্বার কাজী ছালেহ আহমদ ও হাজেরা বেগম জানান, লাশের গলায় ভিন্ন ধরনের একটি দাগ দেখা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন