রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

একই জমির ২ দলিল সৃষ্টির অভিযোগ

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : পটিয়া পৌরসভার আল্লাই কাগজী পাড়া এলাকায় এক জায়গা নিয়ে দু’টি দলিল সৃষ্টির অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি রেস্তরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পৌরসভার মরহুম খলিলুর রহমানের পুত্র আবদুল করিম। লিখিত অভিযোগে তিনি জানান, তার এলাকার কাজী মোঃ সাদেক নামের এক ব্যক্তি গত ২০১০ সালের ১৫ জুলাই স্থানীয় ইদ্রিস আলম প্রকাশ ইদ্রিস মুন্সির কাছে সাদেকের মৌরশী পুকুরের ছয়আনা অংশে প্রাপ্ত জলে পাড়ে ৭ শতক ভ‚মি শাসন, সংরক্ষণ ও বিক্রিয়ের জন্য সাব রেজিস্ট্রার অফিসে দলিলমূলে ক্ষমতা অর্পণ করেন। এই দলিলের উপর ভিত্তি করে আবদুল করিম গত ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর ৫ লাখ ১৮ হাজার টাকা মূল্যে বিক্রয় দলিল সম্পাদন করেন। এরপর উক্ত ভ‚মি সাদেকসহ তার ওয়ারিশগণ আবদুল করিমের কাছে দখল বুঝিয়ে দেন। কিন্তু লোভের বশীভূত হয়ে উক্ত সাদেক তার চাচাতো ভাই কাজী আবু তৈয়বের কাছে গত ২০১৬ সালের ২৪ অক্টোবর পুনরায় আরেকটি রেজিস্ট্রি দলিল দেন। এছাড়া উক্ত জায়গা থেকে আবদুল করিমকে উচ্ছেদ করার জন্য সাদেক সন্ত্রাসী লোকজন নিয়ে গত ১৪ ফেব্রæয়ারি পুকুর পাড়ে দেয়া আবদুল করিমের ঘেরাবেড়া ভাঙচুর করে। এই ঘটনা নিয়ে বর্তমানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। আবদুল করিমের অভিযোগ, সাদেক প্রতারণামূলক জায়গাসহ টাকা আত্মসাৎ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া কাজী মোঃ সাদেক ও কাজী মোঃ আবু তৈয়ব মুক্তিযোদ্ধা হওয়ায় এর প্রভাব দেখিয়ে তাদের হয়রানি করে আসছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- আয়ুব কোম্পানী, আবদুল আলম, আবদুল জব্বার, জাহাঙ্গীর আলম ও হাজী মোঃ জামাল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন