শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জঙ্গি সন্দেহে আটকের পর রিমান্ডের আবেদন

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জের বাগবের এলাকা থেকে গত বুধবার সবুজ বাংলা মাল্টিপারপাস নামে সমিতির নামে নিরীহদের ৯ কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত প্রতারক ও শিবির ক্যাডার রুহুল আমিন (৩৫)-কে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। পরে আটককৃত রুহুল আমিনের বিরুদ্ধে পুলিশি কাজে বাধা ও জঙ্গি তৎপরতায় জড়িত থাকার সন্দেহে একটি অভিযোগের ভিত্তিতে আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটককৃত রুহুল আমিন বাগবেড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, গত বুধবার বাগবের এলাকা থেকে রুহুল নামের শিবির ক্যাডারকে আটক করা হয়। রুহুল স্থানীয় একটি এনজিও খুলে বিভিন্ন নিরীহ জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ জঙ্গিদের অর্থায়নে ব্যয় করছে বলে তথ্য ছিল। এসব অর্থ ব্যয় করে জঙ্গি নেতাদের সহযোগিতা করছে বলে জানা গেছে। এছাড়াও রূপগঞ্জের ইছাখালী এলাকায় সম্প্রতি পুলিশের কাজে বাধা প্রদান করায় তাকে আটক করা হয়। আটককৃত রুহুলকে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন