শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সরকারি রাস্তায় গাছ চুরি নীরব প্রশাসন

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিন দুপুরে রাধাগঞ্জ-পিড়ারবাড়ী সরকারি রাস্তার বিভিন্ন জাতের ৪০টি গাছ চুরি হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই ও প্রশাসনও পালন করছে নীরব ভ‚মিকা। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বহরাবাড়ী গ্রামের বাবুল খলিফা, ওয়াজেদ পাইক, ও তৈয়ব মেম্বার দীর্ঘদিন ধরে গাছগুলো কাটার পায়তারা করে। এরই মধ্যে যোগেন বল্লব গাছগুলো কেটে নিচ্ছে এ ঘটনায় বহরাবাড়ী নামক স্থানে গেলে যোগেন বল্লব এ প্রতিনিধিকে জানায়, এই মসজিদের সভাপতি বাবুল খলিফা আমার কাছে বিভিন্ন জাতের ২৫টি গাছ ৫০ হাজার টাকায় বিক্রি করে, আমি গাছগুলো গত রোববার থেকে কাটা শুরু করি। সরেজমিনে গিয়ে বাবুল খলিফাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী বলেন, ওটা আমাদের এলজিইডির গাছ না জানিয়ে কেউ চুরি করে কাটলে ব্যবস্থা নেওয়া হবে এবং যে কোনভাবে সেগুলো উদ্ধার করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন