শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভালুকায় বৃষ্টিতে তলিয়ে গেছে ২ হাজার একর বোরো ফসল, দুশ্চিন্তায় কৃষক

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে অতি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রায় দুই হাজার একর আবাদকৃত বোরো ফসল। এতে প্রায় দেড় লাখ মণ ধানের ক্ষতি হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। জলাবদ্ধতায় ধানের জমি তলিয়ে যাওয়ায় ওই এলাকার প্রায় ১২শ কৃষক দিশেহারা হয়ে পড়েছে। কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মেদুয়ারী গ্রামের বগাজান, সোয়াইল, পানিবান্দা গ্রামের সাজুকুরী, নূরুঙ্গী, হাতিয়া হেয়ালমারীসহ মোট ১৫টি বিলের প্রায় দুই হাজার একর ইরি বোরো ধানের আবাদকৃত ফসল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কৃষক শাহজাহান খান জানায় পানি নিষ্কাশনের একমাত্র পথ বাকানদী ভরাট হওয়ার কারণে আমাদের এলাকায় এ জলাবদ্ধতা। কৃষক আবুল হোসেন জানান, নিঝুরী ও বগাজান খালের পানি বাকানদী হয়ে খিরু নদীতে না যেতে পেরে ফসলি জমিতে ওঠার কারণে আমাদের এলাকায় এ জলাবদ্ধতা। মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী বলেন, এলাকার কৃষকরা একমাত্র এই ফসলের ওপর নির্ভরশীল। এলাকাবাসীর দাবি অতি দ্রæত বাকানদীটি খনন করার মাধ্যমে ভবিষ্যতে এই এলাকার কৃষকদের রক্ষা করা যাবে। উপজেলা নির্বাহী অফিসার, মোরারজী দেশাই বর্মন, মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী, স্থানীয় কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। উপজেলা কৃষি অফিসার সাইফুল আজম খান জানান, দু’একদিনের মধ্যে এ পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে সব ধান নষ্ট হয়ে যাবে, আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি। উপজেলা নির্বাহী অফিসার মোরারজী দেশাই বর্মন জানান, দ্রæত গতিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন