শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লাইসেন্স না থাকায় ৬ স’মিলকে জরিমানা

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজার উপজেলার উচিৎপুরা বাজারে লাইসেন্স না থাকায় ৬ স’মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেঢ ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান এই জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেঢ সুরাইয়া খান জানান, দীর্ঘ দিন ধরে উচিৎপুরা বাজারে লাইসেন্স না করে স’মিলগুলো ব্যবসা করে আসছে। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজারের নয়ন স’মিল, নবী স’মিল, মিতু স’মিল, সোহেল স’মিল, মেসার্স হাসিনা স’মিল ও বাহেব বাজারে লিয়াকতের স’মিলকে প্রত্যেকের ৫ হাজার টাকা অর্থদÐ করা হয়। এই অভিযান চলবে বলেও তিনি জানান।

বিয়ারসহ গাড়ী জব্দ
৪৮০ ক্যান বিয়ারসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে আড়াইহাজার থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার কড়ইতলা বেইলী ব্রীজ এলাকা থেকে গাড়ীটি জব্দ করা হয়। আড়াইহাজার থানার এস আই মাহফুজ রানা জানান, ঢাকা থেকে বাঞ্ছারামপুর গামী একটি প্রাইভেট কার ( নং ঢাকা মেট্রো- চ-১৩- ৭১২২) জালাকান্দি মোড়ে সন্দেহ বশত: থামাতে বলে পুলিশ। কিন্তু গাড়ীটি না থামিয়ে চালক দ্রæত গতিতে পূর্ব দিকে গাড়ীটি নিয়ে চলে যায়। পুলিশ গাড়ীটিকে ধাওয়া করলে কড়ইতলা বেইলী ব্রীজ এলাকায় গিয়ে গাড়ী ফেলে যাত্রী ও চালক পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ীটিতে তল্লাশী করে ৪৮০ ক্যান বিয়ার সহ গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন