বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বয়স্ক ভাতার বই দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক অশীতপর বৃদ্ধার কাছ থেকে বয়স্ক ভাতার বই দেয়ার নামে অর্থ আদায়ের পর পুনরায় আরো অর্থ দাবি করার অভিযোগ করেছে সামছুন নেছা নামে এক হতদরিদ্র। বুধবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য জহিরুল ইসলামের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়। ইউএনও তাৎক্ষণিক ১ সদস্য তদন্ত কমিটি গঠন করে ২ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশনা দিয়েছেন। এদিকে এই ঘটনা ভিত্তিহীন দাবি করেছেন ওই ইউপি সদস্য। জানা গেছে, ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম রূপসা গ্রামের মৃত কোরবান আলীর স্ত্রী অশীতপর বৃদ্ধা হতদরিদ্র সামছুন নেছা বয়স্ক ভাতা জন্য স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলামের শরণাপন্ন হয়। এ সময় তার কাছ ওই ইউপি সদস্য তিন হাজার টাকা দাবি করলে বৃদ্ধা তার ঘরে থাকা জাকাতের কাপড় বিক্রি করে ওই টাকা দেন। বর্তমানে তিনি বইটি (নং-৩১৮৫, ফরম নং-২, ব্যাংক এশিয়ার একাউন্ট নং-১০৮৩৪১৩০০৩৭৪৭) পেলেও আবারো তার কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করছে। এমনকি না দিলে ঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়। ফলে বাধ্য হয়ে তিনি ইউএনও বরাবর আবেদন করেছেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী জানান, তিনি ঘটনার ব্যাপারে জেনেছেন, তিনি তথ্যানুসন্ধান করছেন, সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ফরিদগঞ্জের ইউএনও ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্ত কমিটি গঠন করে ২ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছি। সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জহিরুল ইসলাম, ঘটনা ভিত্তিহীন। তদন্ত হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন