সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বরুড়ায় পৃথক অগ্নিকান্ডে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বরুড়ায় পৃথক অগ্নিকান্ডে ৩টি বসতঘর ও ৩টি দোকান ঘরসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এক স্থানে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কসামী গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে সাইফুল ইসলাম (২৮) কে গ্রেফতার করেছে। জানা যায়, গত শুক্রবার রাতে পৌর এলাকার কসামী গ্রামের আলী মিয়া একটি ঘর ও খড়ের মোড়ল পুড়ে চাই হয়ে যায়। এ অভিযোগে আলী মিয়া থানায় বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। আলী মিয়া জানান, আমার বসত ঘরের সকল দরজায় তালা লাগিয়ে সাইফুল, মাহফুজ, রিদয়, রান্না ঘর ও মোড়লে আগুন ধরিয়ে দেয়। টহল পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আমাদেরকে উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা খোশবাস ইউনিয়নের মহেষপুর বৈরাইগা বাজারের ব্যবসায়ী মো. শাহ আলম, শামছুল হক, সাদেক হোসেনের দোকানে আগুন লেগে মালামালসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। বরুড়া ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মাধ্যে ব্যবসায়ীদের প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়ে যায়। গত শুক্রবার দুপরে পৌর এলাকার জিনসার গ্রামের মমিন মিয়ার ২টি বসত ঘর পুড়ে ছাই হয়। তিনটি স্থানে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থরা জানান। ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায় মহেশপুর ও জিনসার গ্রামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং কসামী গ্রামে শত্রæতার বসত আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে সাইফুল কে গ্রেফতার করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন