মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গফরগাঁওয়ে মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : এইচএসসি পরীক্ষা ২০১৭ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে গফরগাঁও সরকারি কলেজে অধ্যক্ষের কক্ষে গফরগাঁও প্রেস ক্লাবের জাতীয় দৈনিকের সাংবাদিকের সাথে মতবিনিময় সভায় আয়োজন করা হয়। গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মেহেদী মাহবুব, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আখতার হোসেন, গফরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আতিকুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুল আওয়াল ও মোঃ শফিউল আলম মারুফ প্রমুখ। গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমির হোসেন জানান, গফরগাঁও উপজেলায় দুটি এইচএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এ গুলো হচ্ছে গফরগাঁও সরকারি কলেজ কেন্দ্র। মোট পরীক্ষাথীর সংখ্যা ১ হাজার ৭৮৪। কলেজের সংখ্যা ৮টি। গফরগাঁও মহিলা কলেজ কেন্দ্র। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ২৭৯ জন। কলেজের সংখ্যা তিনটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন