শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

এই প্রথম একসাথে গাইলেন সালমা ও বিউটি

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় দুই লালন সঙ্গীত শিল্পী বিউটি ও সালমা। দেশ-বিদেশে শো করে যাচ্ছেন নিয়মিত। বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামেও তাদের পরিবেশনা দেখা যাচ্ছে প্রতিনিয়ত। তবে এক সাথে কোনো অনুষ্ঠানে তাদেরকে গান গাইতে দেখা যায়নি। এবারই প্রথম তারা একসঙ্গে গাইছেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনে। লালন সাঁই-এর বহুল শ্রোতাপ্রিয় ‘করি মানা কাম ছাড়েনা মদনে’ গানটি সঙ্গীত পরিচালক আরফিন রুমির নতুন সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা। আগামী ৭ এপ্রিল বিটিভিতে গানটির চিত্রায়ণ করা হবে। উল্লেখ্য দীর্ঘদিন পর তারা কোন ম্যাগাজিন অনুষ্ঠানে পারফর্ম করলেন। আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় পরিবর্তন বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ১৬ এপ্রিল, রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন