শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিউটি সার্কাস-এর গানে যুক্ত হলো চিরকুট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

মাহমুদ দিদার পরিচালিত সরকারী অনুদানের চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’-এ গান করছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। এর শিরোনামের গান করেছে দলটি। সরকারী অনুদানের সিনেমাটি শূটিং শেষে বর্তমানে সমপাদনার টেবিলে রয়েছে। মাহমুদ দিদার বলেন, চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকটির জন্য চিরকুটকেই বেছে নিয়েছি। ইতিমধ্যেই গানের কথা চ‚ড়ান্ত হয়েছে। সুরারোপের কাজ চলছে। ঈদের পর গানটি রেকর্ড করা হবে। গানটি তৈরি হলেই এর দৃশ্যায়ন এ অংশ নেবে চলচ্চিত্রের পুরো টিম। চিরকুট-এর পক্ষ থেকে শারমিন সুলতানা সুমী বলেন, গান করার আগে গল্পটা শুনেছি, কিছু দৃশ্যও দেখেছি। ঘুরে দাঁড়ানোর গল্প, শক্তির গল্প, সাহসের গল্প-খুবই যায় আমাদের সঙ্গে। জয়া আহসান তো শক্তিমান অভিনেত্রী। খুব কালারফুল লেগেছে সিনেমাটি। শুধু বিনোদনের জন্য বিনোদন না, মানুষ অনেক শক্তি পাবে, সাহস পাবে চলচ্চিত্রটি দেখে। আমাদের গানটিও সেভাবে করার চেষ্টা করছি। মাহমুদ দিদার জানিয়েছেন, সমপাদনার কাজের পাশাপাশি চলচ্চিত্রটির শিরোনাম গানটির জন্য নতুন করে কিছু দৃশ্যায়ন শেষে চলতি বছর শেষে অথবা নতুন বছরের শুরুতে মুক্তি দেয়া হবে চলচ্চিত্রটি। উল্লেখ্য, ২০১৭ সালের ৬ ফেব্রæয়ারি থেকে শুরু হয় চলচ্চিত্রটির শূটিং। নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে জয়া সেজেছেন সার্কাসকন্যা বিউটি। চলচ্চিত্রটিতে সার্কাস কন্যা বিউটির চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। এতে তার বিপরীতে চলচ্চিত্রটিতে অভিনয় করছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন