সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র, হুমকিতে ভোটারদের মাঝে চাপা ক্ষোভ

তিতাসের জিয়ারকান্দি ইউপি উপনির্বাচন

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর সংবাদদাতা : কুমিল্লার তিতাস উপজেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ এবং আলোচিত-সমালোচিত জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠান হবে আগামী ১৬ এপ্রিল। অনুষ্ঠিতব্য আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দু’জন থাকায় প্রচার-প্রচারণা জমে উঠেছে। মূলত গত শুক্রবার থেকেই আ.লীগ মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবি এবং তিতাস উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ আলহাজ¦ আলী আশরাফ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী ক্লিন ইমেজ ব্যক্তিত্ব তরুণ সামাজসেবী গোলাম সারোয়ার সরকার (আনারস) তাদের কর্মী-সমর্থক নিয়ে হাঁকডাক দিয়ে মাঠে নেমেছেন। এলাকায় জনপ্রিয় জাদরেল এই দু’প্রার্থীই আশাবাদী বিজয়ের। নির্বাচনী প্রচার-প্রচারণার ডামাঢোলে সরগরম হয়ে উঠেছে ইউনিয়নের প্রত্যন্ত জনপদ। প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন, শুভেচ্ছা কার্ড ও লিফলেটে ছেয়ে গেছে নির্বাচনী এলাকাসহ আশপাশের এলাকা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও প্রচারনার পাশাপাশি পক্ষে-বিপক্ষে অকথ্য ভাষায় বিষোদগার প্রকাশ করছে দু’প্রার্থীর সমর্থকরা। এদিকে এই দুই প্রার্থীকে নিয়ে ভোটাররা চুলচেরা বিশ্লেষণ করছেন। প্রার্থীদের বিগত দিনের কর্মকাÐ নিয়েও হিসাব-নিকাশ কষছেন ভোটাররা। ভোটের মাঠের দৃশ্যপট দিন দিন বদলে যাচ্ছে। এখানে গত নির্বাচনে কাউকে প্রার্থী হতে দেয়া হয়নি তাই এবার প্রার্থী পেয়ে এলাকার বিশিষ্টজন ও ভোটাররা খুসি । এবারও বীনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হতে চেয়েছিল সরকার দলীয় প্রার্থী। কিন্তু তা ধুপে টিকেনি। ফলে ভোটে ও প্রচার-প্রচারণায় অনেক এগিয়ে আছে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার সরকার (অনারস)। জানা যায়, সরকার দলীয় প্রার্থীর নেতাকর্র্মী ও সমর্থকরা ভোটারের খোঁজে না গিয়ে প্রার্থীদের খোঁজে দৌড়ঝাঁপ করা, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ ৪ জন প্রার্থীকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করা, হুমকি-ধামকি দিয়ে প্রার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করা, এসব ঘটনায় মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করা, এক প্রার্থীর ভাইকে জিম্মি করা পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ছেড়ে দেয়া, শেষমেশ অপায়ন্তর না দেখে তিনজন প্রার্থীর মানোনয়ন প্রত্যাহার করে নেয়া পক্ষান্তরে এলাকার ক্লিন ইমেজ স্বতন্ত্র প্রার্থী গেলাম সারোয়ার সরকার তার মনোনয়ন প্রত্যাহার না করায় আওয়ামী লীগের প্রার্থী আলহাজ¦ আলী আশরাফের (নৌকা) নির্বাচনী প্রচারণার প্রথম পর্বেই নৈতিক পরাজয় হয়েছে এবং বড় হোঁচট খেয়েছেন- এমনটি মনে করছেন এলাকার রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, ভোটাররাসহ নানা শ্রেণী পেশার মানুষ। বিশিষ্টজনরা বলছেন, ভোটারদের কথা চিন্তা না করে বীনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হতে নৌকা মার্কার নেতাকর্মী-সমর্থকরা যে অনাকাক্সিক্ষত ঘটনার অবতারনা ঘটিয়েছে এতে করে আলী আশরাফের প্রতি ভোটাররা বিমুখ হয়ে পড়েছেন। ফলে ভোটের হিসেবে ও প্রচার-প্রচারণায় সরকারদলীয় প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার সরকার (আনারস) অনেক এগিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন