সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নড়াইল-যশোর-খুলনা-মাগুরা রুটে বাস ধর্মঘটে ভোগান্তিতে সাধারণ মানুষ

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইল-যশোর-খুলনা-মাগুরাসহ বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল রোববার সকাল থেকে হঠাৎ করে সাধারণ শ্রমিকেরা যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন। নড়াইল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ থাকায় জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। শ্রমিকেরা জানান, ড্রাইভিং লাইসেন্স ছাড়া পেশাদার বা অপেশাদার চালক গাড়ি চালালে কারাদÐ ও জরিমানার বিধান রেখে গত ২৭ মার্চ মন্ত্রিসভায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৭’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়ায় বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এ সভায় আরো যেসব আইনের কথা বলা হয়েছে, সেসব আইনও বাস চলাচলের ক্ষেত্রে চালকদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেন শ্রমিকেরা। তবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কার্যকরী সভাপতি ছাদেক আহম্মদ খান জানান, কোনো প্রকার সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। নড়াইল-যশোর-খুলনাসহ বিভিন্ন রুটে এই ধর্মঘট চলছে। শুনেছি, ‘সড়ক পরিবহন আইন, ২০১৭’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়ায় শ্রমিকেরা বাস ধর্মঘটের ডাক দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন