শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরের এক মুক্তিযোদ্ধা পরিবারের জমি বেদখল করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, ইসলামপুর পৌর এলাকার কিসামত জাল্লা গ্রামের বাসিন্দা মৃত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমারে পরিবার ৯ বছর পূর্বে কিসামত জাল্লা মৌজার খতিয়ান নং-৩৩০, ৫৩৯নং দাগের মধ্যে বাসা বাড়ীসহ ১৭.৫০ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। গত ১০ মার্চ মুক্তিযোদ্ধার পরিবার বিশেষ কাজে ঢাকায় গেলে এ সুযোগে প্রতিবেশী জমির মালিক রিয়াজুল করিম গংরা মুক্তিযোদ্ধা পরিবারের জমির বাউন্ডারীর ভিতরে এক হাত জমি অনাধিকার পূর্বক দখল করে সীমানার দেওয়ালের পিলার তৈরী করে। খবর পেয়ে ঢাকা থেকে ফিরে এসে পিলার নির্মাণে বাধা দিলে জবর দখলকারীরা মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে ভুক্তভোগী পরিবারটি জানায়। এ ঘটনায় গত ২২ মার্চ মুক্তিযোদ্ধা পরিবার হাফেজা বাদী হয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগ দিলে থানা থেকে উক্ত জমিতে শান্তিশৃংখলা বজায় রাখার জন্য বাদী ও বিবাদীকে স্ব স্ব অবস্থানে থাকতে একটি নোটিশ প্রদান করে। কিন্ত বিবাদী রিয়াউজুর করিম গংরা উক্ত নোটিশের তোয়াক্কা না করে গত রোববার ভোরে বাউন্ডারী সরিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের জমিতে তৈরি করা পিলার পর্যন্ত জমি দখল করে নেয়। মুক্তিযোদ্ধা পরিবার হাফেজার দেবর হামিদুর রহমান জানান, আমরা অসহায় হয়ে পড়েছি, এলাকার কোন বিচার পাচ্ছি না, বিচার চাইতে গেলে উল্টো আমাকে ও আমার ভাইয়ে পরিবারকে প্রাণনাশের হমকি দিেেচ্ছ জবর দখলকারীরা। এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ দ্বীন-ই আলম জানান, তদন্তকারী কর্মকর্তা আবুল হোসাইনকে ৫৪ ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন