শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রূপগঞ্জে মহিলাসহ ১২ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে পৃথক স্থানে প্রতিপক্ষের লোকজন মহিলাসহ ১২ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার মাছিমপুর, মিঠাব, বানিয়াদী ও কলিঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। মাছিমপুর এলাকার আহত মুছা মিয়া জানান, একই এলাকার প্রতিপক্ষ বাছির উদ্দিনের সাথে পূর্ব থেকেই তাদের পারিবারিক দ্ব›দ্ব ছিল। ওই দ্ব›দ্বকে কেন্দ্র করেই মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ বাছির উদ্দিন, রবিউল্লাহ, দেলোয়ার ও ফারুকসহ ১৫-২০ জন দেশীয় অস্ত্র দা, রড নিয়ে তার বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। প্রতিবাদ করায় মুছা মিয়া, স্ত্রী মরিয়ম বেগম, ছেলে ইসলাম, মেয়ে শাহানাজ ও সাদিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। মিঠাব এলাকার আহত আকলিমা বেগম জানান, এনামুল হক খোকনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বাড়ির একখÐ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই এনামুল হক খোকন, সাদ্দাম ভ‚ইয়া, সোহেল ভ‚ইয়াসহ তাদের লোকজন স্বামী আব্দুল হাই, আকলিমা বেগম ও তার ছেলে তুষার ও মেয়ে ফুলি আক্তারকে পিটিয়ে আহত করে। বানিয়াদী এলাকার ছোবহান মিয়া জানান, একই এলাকার মজিবরের সঙ্গে ছোবহানের দীর্ঘদিন ধরে শত্রæতা চলে আসছিল। ওই শত্রæতাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মজিবর, রকিবুল, শফিকুল, মনির, বাবু, মাজেদা বেগম, আউয়াল বেগম, সুরমা বেগমসহ অজ্ঞাত ৩-৪ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছোবহান ও তার স্ত্রী রুনা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। কলিঙ্গা এলাকার ব্যবসায়ী বাবু মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। বাবু মিয়া তার বাড়ি থেকে নগদ ৭৫ হাজার টাকা রিকশা দিয়ে কালীগঞ্জ যাওয়ার সময় কলিঙ্গা মোড়ে পৌঁছলে একদল ছিনতাইকারী বাবু মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে সঙ্গে থাকা ৭৫ হাজার টাকা নিয়ে ছিনিয়ে নিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন