বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

এ কেমন শত্রুতা!

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়ায় এক হতদরিদ্রের গাভীর পা কুপিয়ে কেটে ফেলা হয়েছে। উপজেলার ছোনাউটা গ্রামে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, ছোনাউটা গ্রামের ওয়াজেদ খানের পুত্র আনোয়ার হোসেনের দুগ্ধজাত একটি গাভী ঘাস খেতে খেতে ছলেমান গাজীর পুত্র হানিফ গাজীর জমিতে চলে যায়। পূর্বশত্রæতার জের ধরে এ সময় হানিফ গাজী মাটি কাটার খোন্তা দিয়ে গাভীটির পা কুপিয়ে কেটে ফেলে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এস এম জিয়াউল হক জনান, গরুটির সামনের পায়ের রগ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। অনেকবার চেষ্টা করে ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে। কিন্তু তা টিকবে না। ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। পা দিয়ে অনেক রক্তক্ষরণের কারণে গরুটির অবস্থা আশঙ্কাজনক। আনোয়ার হোসেনের স্ত্রী জানান, গরুটি আমাদের একমাত্র সম্বল। প্রতিদিন ১০ কেজি দুধ দেয়। দুধ বিক্রি করে আমাদের সংসার চলে। গরুটি মারা গেলে আমাদের অনাহারে দিন কাটাতে হবে। এ ব্যাপারে হানিফ গাজীর মোবাইল ফোনে কল দিলে সংবাদিক পরিচয় পাওয়া মাত্রই ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন