শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালবৈশাখী ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। লন্ডভন্ড হয়েছে হরিপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। জানা গেছে, সোমবার রাত সোয়া ৯টার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ে উপজেলার হরিপুর ইউনিয়নের ৭ গ্রাম লন্ডভন্ড হয়েছে। ঝড়ে প্রায় অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা ভেঙে পড়েছে। এছাড়া ছাপড়হাটী ইউনিয়নের বাগানের ঘাট মহিলা দাখিল মাদ্রাসার আধাপাকা ঘরের টিনের চাল উড়ে গেছে। প্রতিষ্ঠানের অফিস ঘরটি বিধ্বস্ত হওয়ায় অফিসিয়াল কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঝড়টি প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয় ও বৃষ্টির সাথে দমকা হওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। এতে রবি ফসল বিশেষ করে গম, আগাম বোরো ধান, ভুট্টা, তোষা পাট, শাকসবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। হরিপুর ইউনিয়নের হরি চরিতাবাড়ী, উজান তেওড়া, রাঘব, চর হরিপুর, কানি চরিতাবাড়ী, চর মাদারীপাড়া ও লখিয়ারপাড়া গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার জিমি জানান, ঘর বিধ্বস্তের পাশাপশি তার ইউনিয়নের অনেক গাছপালা ভেঙে পড়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান, হরিপুর ইউনিয়নের চরাঞ্চলে কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে তবে সঠিক পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম জানান, চরাঞ্চলে ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তার তালিকা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া জানান, হরিপুর ইউনিয়নে ঘর-বাড়ি বিধ্বস্তের খবর পেয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন