শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চৌদ্দগ্রামে মোমবাতি জ্বালিয়ে এইচএসসি ও আলিম পরীক্ষা গ্রহণ

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল মঙ্গলবার বিদ্যুৎ না থাকার কারণে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষার্থীরা। অন্ধকারাচ্ছন্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক শিক্ষার্থী সকল প্রশ্নের উত্তর যথাসময়ে লিখতে না পারায় ফলাফলে বিপর্যয় হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষুদ্ধ অভিভাবক মহল।
জানাগেছে, সোমবার রাত সাড়ে ৮টায় ঝড় বৃষ্টি শুরু হলে উপজেলার বিভিন্ন স্থানে গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ও খুঁটির ক্ষতি হয়। বৃষ্টি শুরুর আগেই বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার কারণে তেমন ক্ষতি না হলেও সারারাতই উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ছিল অন্ধকারাচ্ছন্ন। কিছু কিছু এলাকায় পল্লী বিদ্যুৎ দ্রুত সংযোগ চালু করলেও ধীরগতিতে কাজ করার কারণে দুপুর দেড়টা এ রির্পোট লিখা পর্যন্ত সংযোগ দিতে পারেনি পিডিবি। ফলে আজকে অনুষ্ঠিত এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে।
উপজেলার গুনবতী কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন জানান, বিদ্যুৎ না থাকার কারণে ওই কলেজ কেন্দ্রের ৯টি কক্ষেই মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেয়া হয়।
চৌদ্দগ্রাম নজমিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম শামসুদ্দিন জানান, বিদ্যুৎ না থাকার কারণে আলো স্বল্পতায় ওই মাদরাসার টিনশেড দুটি কক্ষে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেয়া হয়েছে।
চৌদ্দগ্রাম বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী ধরনী চন্দ্র দেব জানান, সোমবার রাতে ঝড় বৃষ্টির কারণে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। আমাদের অফিসের লোকজন কাজ করছে শীঘ্রই সংযোগ দেয়া হবে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চৌদ্দগ্রাম অফিসের ডেপুটি জেনালে ম্যানাজার (ডিজিএম) মৃদুল কান্তি চাকমা জানান, সোমবার রাতে ঝড় বৃষ্টির সময় বিভিন্ন স্থানে সমস্যা হয়েছিল। আমাদের লোকজন দ্রুত কাজ করে রাতেই কিছু কিছু এলাকায় সংযোগ চালূ করেছে। বাকি এলাকায়ও দ্রুত সংযোগ চালু করতে পারব আশা করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন