সিলেট অফিস : সিলেট মহানগরীর সুবিদবাজারে হামলার শিকার হয়েছেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার। পরে তাকে ওসমানী হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, সুবিদবাজারস্থ তারাদিন রেস্টুরেন্টের সামনে থেকে আবদুল আলিম তুষারকে ধাওয়া দেয় বেশ কয়েকজন দুবৃর্র্ত্ত। একপর্যায়ে তুষারের ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। হামলায় তুষারের মাথাও ফেটে গেছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা তুষারকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে তার চিকিৎসা চলছে। খবর পেয়ে ওসমানী হাসপাতালে ভীড় করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। হামলাকারীরা মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল রাজা চৌধুরী গ্রুপের কর্মী বলে জানিয়েছেন আহত তুষার।
এদিকে, ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে রাতেই নগরীতে মিছিল করেছে নেতাকর্মীরা। এ সময় হামলাকারীদের খোঁজে নগরীর বিভিন্ন এলাকায় মহড়াও দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন