শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ডিএসই থেকে রাজস্ব আদায় বেড়েছে ৭ কোটি ৬৮ লাখ টাকা

| প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত মাসে অর্থাৎ মার্চে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩১ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৭৯১ টাকা। যা এর আগের মাসে ছিল ২৩ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৩০১ টাকা। সেই হিসেবে আয় বেড়েছে ৭ কোটি ৬৮ লাখ ১ হাজার ৪৯০ টাকা বা ৩২ দশমিক ৫২ শতাংশ। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, আলোচ্য সময়ে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ২১ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৭৪৭ টাকা। যা এর আগের মাসে ছিল ১৯ কোটি ৪০ লাখ ৩৮ হাজার ৬০ টাকা। সেই হিসেবে সদস্য প্রতিষ্ঠান থেকে রাজস্ব বেড়েছে ২ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৬৮৭ টাকা বা ১২ দশমিক ১৯ শতাংশ।
একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় বেড়েছে ৫ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৮০৩ টাকা। আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ৯ কোটি ৫২ লাখ ৩২ হাজার ৪৪ টাকা। যা এর আগের মাসে ছিল ৪ কোটি ২০ লাখ ৮৬ হাজার ২৪১ টাকা। আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই থেকে ২০১৬-১৭ হিসাব বছরের মার্চ মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব আদায় হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রæয়ারি মাসে ডিএসই থেকে রাজস্ব আদায় হয়েছিল ২৩ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৩০১ টাকা। সেই হিসেবে আয় বেড়েছে ৭ কোটি ৬৮ লাখ ১ হাজার ৪৯০ টাকা। আর জানুয়ারিতে ছিল ৬০ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ৮৯৮ টাকা। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন