শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভারতের জেলে থাকা ৫৭ বাংলাদেশিকে ফেরত

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় ৫৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর কালিঞ্চি নদী সীমান্তের জিরোপয়েন্টে ভারতের শমসেরনগর থানার পুলিশ বাংলাদেশের শ্যামনগর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। দীর্ঘ ৩ মাস ১৮ দিন পর ভারতের জেলে থাকা ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। এ সময় দুটি জেলে নৌকাও হস্তান্তর করা হয়। ফিরে আসা জেলেরা কক্সবাজার ও নোয়াখালী জেলার বাসিন্দা। ফিরে আসা জেলে আব্দুল আমিন জানান, ৩ মাস ১৮ দিন আগে ঘন কুয়াশার আঁধারে তারা মংলা বন্দরসংলগ্ন এলাকায় রায়পুর নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ তাদের আটক করে। শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভারতের জেলে থাকা ৫৭ বাংলাদেশি জেলেকে হেমনগর থানা পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ সময় ভারতের পক্ষে শমসেরনগর থানার ওসি রাকেশ চ্যাটার্জি, সুন্দরবন কোস্টাল থানার ওসি আবু হাসান, ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি গিরিশচন্দ্র এবং বাংলাদেশের পক্ষে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মামুন ও শ্যামনগর থানার এসআই মুরাদ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন