শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রতিদ্ব›দ্বী প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ছেঁড়া ও প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ

ইসলামপুরে সাপধরী ইউপি নির্বাচন

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর উপজেলার আসন্ন সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী মানিকুল ইসলাম মানিক নামে এক প্রতিদ্ব›দ্বী প্রার্থীর বিরুদ্ধে অপর প্রার্থীর পোস্টার ছেঁড়াসহ নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, সাপধরী ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন মো. আজাহার মÐল। তার পোস্টার ছেঁড়াসহ নির্বাচনী প্রচারণা কাজে বাধা দিচ্ছে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মানিকুল ইসলাম মানিক। এ ব্যাপারে আইনগত প্রতিকার চেয়ে গত ৪ এপ্রিল চেয়ারম্যান প্রার্থী ভুক্তভোগী আজাহার মÐল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, ইসলামপুর থানার ওসিকে বিষয়টি অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুলিপি দিয়েছেন তিনি। আজাহার মÐলের দেওয়া ওই অভিযোগে জানা যায়, প্রতিদ্ব›দ্বী প্রার্থী মানিক তার কর্মীর মাধ্যমে আজাহার প্রমাণিকের নির্বাচনী প্রচারের মাইকিংয়ে বাধা দেয়। নির্বাচনী প্রচারণা করলে তার লোকজনকে মাইরধর করাসহ মাইক ছিনিয়ে নেওয়ার হুমকিও দেয় তারা। অভিযুক্ত আনারস প্রতীকে প্রতিদ্ব›দ্বী প্রার্থী মানিকুল ইসলাম মানিকের সাথে যোগাযোগ করলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আনারস প্রতীকে প্রতিদ্ব›দ্বী প্রার্থী মানিকুল ইসলাম মানিকে সতর্ক করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ এপ্রিল সাপধরী ইউপির নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন