রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নকল লুঙ্গিতে ট্রেডমার্ক লাগিয়ে প্রতারণা বাণিজ্যে ঠকছে ক্রেতা

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে নকল লুঙ্গির ট্রেডমার্ক লাগিয়ে প্রতারণার মাধ্যমে রমরমা ব্যবসা করছে কয়েকটি কুচক্রীমহল। ক্রেতাদের প্রতারিত করতে ক্রেতাদেরকে প্রতারিত হতে হচ্ছে। রূপগঞ্জ, বাবুরহাট, বেলকুচি, করটিয়া, শাহাজাদপুরসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে লুঙ্গির নকল ট্রেডমার্ক লাগিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে বলে বলেও বিভিন্ন লুঙ্গি কারখানা মালিকরা অভিযোগ করে জানান। লুঙ্গির কারখানা মালিকরা জানান, তারা তাদের নিজস্ব ডিজাইন, কালার ট্রেডমার্ক ব্যবহার করে ব্যবসা করে আসছে। কিন্তু বর্তমানে রূপগঞ্জের গাউছিয়া মার্কেট, বাবুরহাট, বেলকুচি, করটিয়া, শাহাজাদপুরসহ দেশের বিভিন্ন স্থানে লুঙ্গির নকল ট্রেডমার্ক লাগিয়ে বাজারজাত করে যাচ্ছে। এতে করে নি¤œমানের কাপড় দিয়ে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে। সালেহা নামে এক ক্রেতা জানান, এ ধরনের নকল সিল ব্যবহার করে লুঙ্গি বাজারে বিক্রি করার কারণে ক্রেতারা প্রতারিত হতে হচ্ছে। গাউছিয়া মার্কেটসহ অন্যান্য মার্কেটগুলোতে নকল ট্রেডমার্ক বা সিল ব্যবহার করে নি¤œমানের পণ্য বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে গাউছিয়া মার্কেটের এক বিক্রেতা জানান, এক প্রকার প্রতারক চক্র রয়েছে যারা নি¤œমানের সুতা দিয়ে লুঙ্গি তৈরি করে বিভিন্ন ধরনের নামিদামি ব্রান্ডের ট্রেডমার্ক ও সিল ব্যবহার করে বাজারজাত করছে। এতে করে ক্রেতারা নি¤œমানের পণ্য ক্রয় করে প্রতারিত হচ্ছে। এ ধরনের নি¤œমানের পণ্য তৈরি করে যারা বাজারে কাপড় বিক্রি করছে তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন