শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ককটেল ও অস্ত্র উদ্ধার উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমাটি নিষ্ক্রিয় করেছে র‌্যাব

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা নন্দির আমবাগান থেকে উদ্ধারকৃত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমাটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকালে তারেক নামে একজনকে আটর করে র‌্যাব। পরে তার দেয়া তথ্যানুযায়ী নন্দির আমবাগানে খড়েরর গাদার নিচ থেকে শক্তিশালী বোমাসহ ৮টি ককটেল ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত তারেক সদর উপজেলার আলীনগর গ্রামের আব্দুল বারেকের ছেলে। র‌্যাব জানায়, নিরাপত্তাজনিত এবং আলোক স্বল্পতার কারনে স্থানটি ঘিরে রাখে র‌্যাব সদস্যরা। গতকাল শুক্রবার রাজশাহী থেকে র‌্যাবের একটি বোমা নিষ্কিয়কারী দল এসে বেলা পৌনে ১১টার সময় বোমাটির নিরাপদ বিস্ফোরণ ঘটায়। র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমাটি কোন বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য রাখা হয়েছিল। বোমাটির তৈরির ধরন দেখে ধারণা করা হচ্ছে এটি উচ্চ মানের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি দ্বারা তৈরি করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত তারেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এ ঘটনার সাথে জড়িদের চিহিৃত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃত তারেক জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন