মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সহিদা বেগম ফারজানা (২৫)। সোমবার রাতে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ২ বছর আগে এ উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে সেলিম রেজার সঙ্গে একই উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের ফারুক মিয়ার মেয়ে সহিদা বেগম ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে শাশুড়ি ও জায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। সম্প্রতি সহিদার স্বামী সেলিম রেজা বাবা-মা ও ভাইয়ের সংসার থেকে পৃথক হয়ে সংসার শুরু করেন। গত সোমবার সকালে শাশুড়ি ও জা মিলে সহিদার সঙ্গে ঝগড়া করে। একপর্যায়ে তারা সহিদাকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে বলে সহিদার বাবা ফারুক মিয়া অভিযোগ করেন। মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেলতৈল গ্রামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসি। গৃহবধূর পিতা শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করায় নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। তাছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন