শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গ্রামীণ জনপদে ইউপি নির্বাচনের হাওয়া প্রার্থী বাছাইয়ে বিএনপির চেয়ে আ.লীগ এগিয়ে

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আনিস উর রহমান স্বপন, ধামরাই (ঢাকা) থেকে : দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ঘোষণায় ঢাকার ধামরাইয়ে নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও বর্তমান ক্ষমতাসীন আ.লীগ তাদের প্রার্থী বাচাইয়ে কোন দ্বিধাবিভক্তি ছাড়াই তৃর্ণমূলে কাউন্সিলিংয়ের মাধ্যমে ১৬টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করেছে। সোমভাগ ইউপিতে আজহার আলী, কুল্লা ইউপিতে কালীপদ সরকার, সূয়াপুর ইউপিতে হাফিজুর রহমান সোহরাব ও নান্নার ইউনিয়নে বাদশা মিয়াকে মনোনয়নের জন্য চূড়ান্ত করেছে আ.লীগ। এসব ইউনিয়নে একাধিক প্রার্থী পূর্বে থেকে প্রচার-প্রচারণা চালিয়ে ছিল। তবে ঝিমিয়ে পড়া জাতীয় পার্টি কয়েকটি ইউনিয়নে একক প্রার্থী দিতে পারলেও বিএনপি এখনো একটি ইউনিয়নেও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। আওয়ামী লীগ একক প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সভা করতে পারলেও দলীয় কোন্দল থাকার কারণে বিএনপি এখনো কোন সভা করতে পারেনি। বিএনপিতে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে প্রতিটি অঙ্গসংগঠনে রয়েছে একাধিক কমিটি। আওয়ামী লীগ একক প্রার্থী দিতে পারলেও বিএনপির জন্য হবে তা কঠিন চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে বিএনপির তৃণমূলে প্রার্থী বাছাইয়ে একাত্ততা হবে না বলে অনেকেই তা মনে করছেন। বিএনপির একাধিক প্রার্থী মাঠে থাকতে পারে বলে অনেকের মুখে তা শোনা যাচ্ছে। ১৬টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ প্রার্র্থী চূড়ান্ত হওয়ায় বাকি ১১টি ইউনিয়নে এখনো একাধিক প্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় মাঠ চষে বেড়াচ্ছেন। সেই সাথে বিএনপিতে এর মধ্যে ০১নং ইউপি চৌহাট-স্বতন্ত্র প্রার্থী তিনবারের নির্বাচিত চেয়ারম্যান রফিকুল হাসান মুকছেদ (বর্তমানে মামলায় সাজাপ্রাপ্ত)। আ’লীগের প্রার্থী নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, নাট্যকার সোহেল খান। বিএনপির-এজিএম স¤্রাট। ০২নং ইউপি আমতা- বিএনপির বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম খান লাভু, শওকত হোসেন। আ’লীগের সাবেক অভিনেতা ও চেয়ারম্যান আবুল হোসেন, আরিফ হোসেন জাতীয় পার্টির আব্দুস সামাদ। ০৩নং ইউপি বালিয়া-বিএনপির বর্তমান চেয়াম্যান আব্দুল মান্নান মধু, খন্দকার শহিদুর ইসলাম শহীদ মাস্টার। আ’লীগের আহম্মদ হোসেন, খাইরুল ইসলাম, স্বতন্ত্র নূরে আলম। ০৪নং ইউপি যাদবপুর- আ’লীগের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, ইউসুব আলী, আব্দুল মজিদ, বিএনপির নবী উল্লাহ্। স্বতন্ত্র-আল মামুন। ০৫নং ইউপি বাইশাকান্দা- আ’লীগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমান মিজান, মুক্তিযোদ্ধা মেরাজ খান, এডভোকেট বেপারী আল মামুন, মতিয়ার রহমান সিকদার, মফিজুর রহমান, আমীর হামজা। স্বতন্ত্র মোয়াজ্জেম হোসেন। বিএনপির প্রার্থী নেই। ০৬নং কুশুরা-বিএনপির বর্তমান চেয়াম্যান জামিল হোসেন, আব্দুল হাই্। আ’লীগের মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আক্তারুজ্জান তারু, এনায়েত হোসেন এনা, আব্দুল আওয়াল, আব্দুল বাছেদ। ০৭নং ইউপি গাঙ্গুটিয়া-আ.লীগের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন, কাদের মোল্লা, হাজী আমজাদ হোসেন, আওলাদ হোসেন, বিএনপির সুনিল সাহা, মোজাম্মেল হোসেন, মফিকুল ইসলাম। ০৮নং ইউপি সানোড়া- আ’লীগের বর্তমান চেয়াম্যান খালেদ মাসুদ খান লাল্টু, জহিরুল আলম, শাহাদাত হোসেন চান মিয়া, আব্দুল খালেক। বিএনপির আব্দুর রহমান আছর উদ্দিন, বজলুর রহমান। ০৯নং ইউপি সূতিপাড়া- বিএনপির বর্তমান চেয়াম্যান রমিজুর রহমান চৌধুরী রুমা। আ.লীগের মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, রেজুয়ার রহমান রেজু, রবিউল করীম, রেজাউল করিম রাজা, রেজাউল করিম সেলিম। জাতীয় পার্টি দেওয়ান আনিসুর রহমান শাহজাদা ও গোলাম নাজমুল হক। ১০নং বিএনপির আবুল হোসেন, ইদ্রিস আলী, ফরহাদ হোসেন। ১১নং ইউপি ভাড়ারিয়া- বিএনপির বর্তমান চেয়ারম্যান সোনাম উদ্দিন। আ.লীগ আব্দুল হালিম, শাহ আলম, মাসুদ, স্বতন্ত্র সুলতান হোসেন। ১২নং ইউপি ধামরাই সদর-বিএনপি বর্তমান চেয়ারম্যান শামসুল ইসলাম, লোকমান হাকিম, হাজী কামাল উদ্দিন, মহসিন উজ্জামান। আ.লীগ শরিফুল ইসলাম, রমিজ উদ্দিন। ১৩নং ইউপি কুল্লা- বিএনপি আব্দুল মতিন, আক্কাস আলী, হাবিবুর রহমান জাতীয় পার্টি দানেজ আলী। ১৪নং ইউপি সূয়াপুর-বিএনপি হাবিবুর রহমান তুলা, ওবাইদুল্লাহ খান, জুবাইয়ের, আইনুন নাহার রেলী, নাদের হোসেন। স্বতন্ত্র কাজী গোলাম গাউস তপন। ১৫নং ইউপি রোয়াইল-বিএনপির বর্তমান চেয়ারম্যান আব্দুল আলীম, ওয়াসিম হোসেন। আ.লীগ ইয়াসিন আরাফাত, আবুল কালাম শামসুদ্দিন মিন্টু, কাজীম উদ্দিন, মশিউর রহমান নান্নু। ১৬নং ইউপি নান্নার- বিএনপি মতিউর রহমান মতি, সোহরাব হোসেন। ৪টি ইউনিয়নে দলীয় মনোনয়ন পাওয়ার পর আ.লীগের প্রার্থীরা ফুরফুরে মেজাজে রয়েছে। বিএনপিতে কোন্দল থাকার কারণে প্রার্থীদের মধ্যে এখনো হতাশাই কাটেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন