সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সংবাদ সম্মেলনে বসতভিটা দখলের অভিযোগ

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে এক অসহায় পরিবারকে এলাকা থেকে বিতারিত করে বসতভিটা জবরদখল করেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় ভ‚মিদস্যুদের বিরুদ্ধে। উদ্দেশ্যেমুলক ভাবে একটি হত্যা মামলায় পরিবারের সদস্যদের জড়িয়ে বসতভিটা জবরদখল করে নেয় তারা। গতকাল শনিবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে আরতি রানী অভিযোগ করে জানান, উপজেলার হাটাব আতলাশপুর এলাকার নবীর হোসেন নামে এক যুবককে কে বা কারা হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। পরে গত বছরের ২৮ অক্টোবর ভাসমান অবস্থায় শীতলক্ষ্যা নদী থেকে নবীর হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সিঙ্গাপুর প্রবাসী কবির হোসেনের সঙ্গে নবীর হোসেনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এছাড়া কবির হোসেন হত্যার হুমকিও দিয়েছিলো নবীর হোসেনকে। এ হত্যাকাÐের ঘটনায় কবির হোসেনকে অভিযুক্ত করা হয়। সেই সঙ্গে স্থানীয় সুবিধাবাদী ভ‚মিদস্যুরা আরতি রানীর ছেলে উত্তম চন্দ্র বর্মণকে এ মামলায় ফাঁসিয়ে দেয়। উত্তম চন্দ্র বর্মন একজন দিন মজুর। পরে আরতি রানীসহ পরিবারের সদস্যদের এলাকা থেকে বিতারিত করে প্রায় ১১ শতাংশ জমি জবরদখল করে নেয় নজরুল ইসলাম, বাবুল মিয়া, গোপাল, রাম দাস, নুরুল হক, আতাবুর ও এমারাত নামে ভ‚মিদস্যুরা। বসতভিটা জবরদখল করতেই উত্তম চন্দ্র বর্মণকে এ মামলায় জড়ানো হয়েছে বলি জানায় পরিবারটি। শুধু তাই নয়, পুনরায় বসতবাড়িতে গেলে পরিবারের অন্যান্য সদস্যদেরও হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দিয়ে আসছে ওই ভ‚মিদস্যুরা। বর্তমানে তারা ত্রিশকাহনিয়া এলাকার বিল্লাল হোসেনের বাড়িতে বসবাস করেছেন। এদিকে, মামলার প্রধান আসামি কবির হোসেন কাউকে কিছু না বলে সিঙ্গাপুরে পালিয়ে গেছে। জবরদখলকৃত বসতভিটা উদ্ধারসহ হত্যা মামলাটি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান আরতি রানি। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, প্রকৃত ভাবে যারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাদেরই আইনের আওতায় আনা হবে। এছাড়া বসতভিটা জবরদখলের বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে অব্যশই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন