স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ষড়যন্ত্রের ক্যান্সারের মূল কারণ হিসেবে ধূমপানকে দায়ী করা হয়। কাজেই ধূমপান নিয়ন্ত্রণ করা গেলে এ মরণ ব্যাধি অনেকাংশে কমে আসবে। তবে বাংলাদেশে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা ও হেড নেক সার্জারি বিভাগ, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটসহ বিভিন্ন মেডিক্যালসমূহে এ রোগের আধুনিক চিকিৎসাসেবা বিদ্যমান আছে। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা: মিলন হলে ‘দ্বিতীয় হেড অ্যান্ড নেক সার্জারি বিষয়ক ওয়ার্কশপ ২০১৭ অন কারসিনোমা ল্যারিনক্স : ম্যানেজমেন্ট আপডেট-এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা: কামরুল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা: মো: শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা: মো: শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সার্জারি অনুষদের ডিন প্রফেসর ডা: কনক কান্তি বড়–য়া সভাপতিত্ব করেন। অটোল্যারিনগোলজি হেড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা: কামরুল হাসান তরফদার স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়াও প্রফেসর ডা: বেলায়েত হোসেন সিদ্দিকী, প্রফেসর ডা: এ এইচ এম জহুরুল হক সাচ্চু, বিএসএইচএনএস-এর সেক্রেটারি প্রফেসর আবু ইউসুফ ফকির বক্তব্য রাখেন। কর্মশালায় ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের দুইজন বিশিষ্ট হেড নেক সার্জন এবং একজন রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞসহ দেশের প্রায় ৩০০ ইএনটি সার্জন যোগদান করেন। কর্মশালায় মূল বিষয়বস্তু ষড়যন্ত্রের (ল্যারিংস) ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন