‘ব্যাটম্যান’ ফিল্মের পর মাইকেল কিটন আরেকবার পরিচালক টিম বার্টনের অধীনে কাজ করতে যাচ্ছেন। জানা গেছে বার্টনের ‘ডাম্বো’ চলচ্চিত্রে তিনি অভিনয় করবেন। এই চলচ্চিত্রটিতে আরও কলিন ফ্যারেল আর এভা গ্রিনের অভিনয় করার কথা আছে।
‘ডাম্বো’ চলচ্চিত্রটি নির্মিত হবে একই নামের ডিজনির ১৯৪১ সালে মুক্তি পাওয়া এনিমেটেড ফিল্মের কাহিনী অবলম্বনে। এটি একটি হস্তিশাবকের গল্প যার কান দুটি বড় বলে সবাই তাকে নিয়ে মশকরা করে এবং একসময় তার মায়ের কাছ থেকে তাকে আলাদা করে ফেলা হয়।
চলচ্চিত্রটির নতুন সংস্করণের চিত্রনাট্য লিখেছেন এহরেন ক্রুগার। চুক্তি চ‚ড়ান্ত হলে কিটন চলচ্চিত্রটিতে ভিলেনের ভ‚মিকায় অভিনয় করবেন। কিটন এর আগে ১৯৯৮ সালের ডেস্পারেট মেজার্স’ চলচ্চিত্রে ভিলেন হয়েছিলেন। তার চরিত্রটি হবে এক ব্যবসায়ীর যে একটি সার্কাসের মালিকানা কেনে প্রাণীদের দুর্বলতার সুযোগ নেয়ার জন্য। কাহিনী এখনও গোপন রাখা হয়েছে। জানা গেছে এনিমেটেড ফিল্মটি তেকে কাহিনী আরও জটিল আর গভীর হবে।
কিটন ১৯৯২ সালের ‘ব্যাটম্যান রিটার্নস’ চলচ্চিত্রে বার্টনের সঙ্গে শেষ কাজ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন