টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা
টেকনাফ উপজেলার খারাংখালীতে দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে জয়নাল উদ্দিন (২৬) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত যুবলীগ নেতা হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহেষখালীয়া পাড়ার জালাল উদ্দিনের ছেলে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার সকালে খারাংখালী বাজারে পূর্ব ঘটনার জের ধরে আ.লীগ সমর্থক ইসমাইল গ্রুপ ও বিএনপির আবু সিদ্দিক গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে অস্ত্রশস্ত্র ও দা-কিরিচ নিয়ে উভয় গ্রুপ মুখোমুখি হয়। এ সময় অস্ত্র, দা-কিরিচ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং দু’পক্ষের মধ্যে চালানো হয় গুলি। এ সময় প্রতিপক্ষের গুলিতে মো. রফিক, আব্দুর রহমানের ছেলে শাহ আলম, মো. হোসেনের ছেলে সৈয়দ হোসেন, মৃত তোরাব আলীর ছেলে আবু সিদ্দিকসহ অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা টেকনাফ ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টেকনাফ থানার ওসি আব্দুল মাজেদ জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত এটা মামা-ভাগিনা নিয়ে বিরোধীয় সংঘর্ষের ঘটনা। তিনি আরো জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার রুবেল কুমার বড়ুয়া জয়নাল উদ্দীনকে মৃত ঘোষণা করে জানান, লাশের শরীরের বুকে ও মুখে গুলির চিহ্ন রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন