শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

স্কয়ার হাসপাতালে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্কয়ার হাসপাতাল লিঃ এ ৪ এপ্রিল, ২০১৭ তারিখ পেডিয়াট্রিক নিউরোলজির উপর ‘আপডেটস অন পেডিয়াট্রিক নিউরোলজি’ দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশ - বিষয়ে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল, বাংলাদেশে উচ্চমানসম্পন্ন ও উদ্ভাবনী সম্ভাবনাময় পেডিয়াট্রিক নিউরোলজির সম্প্রসারণ - মানসম্পন্ন সেবা, প্রতিষেধক রোগ এবং জীবন রক্ষাকারী সেবার মাধ্যমে জাতীয় লক্ষ্য এবং সাসটেইনএবল উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া। সেমিনারটি স্কয়ার হসপিটাল লি: এবং ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, ভেলোর, ইন্ডিয়া এর পেডিয়াট্রিক নিউরোলজি এবং জেনারেল পেডিয়াট্রিক প্রফেশনালদের যৌথ উদ্যোগের ফসল। সেমিনারে পেডিয়াট্রিক বিশেষজ্ঞগণ ছাড়াও অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা, জ্ঞান স্থানীয় প্রেক্ষাপট ও ভবিষ্যত দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন। সিনিয়র অংশগ্রহণকারীগণ পেডিয়াট্রিক নিউরোলজি সম্পর্কিত রোগ, আর্ন্তজাতিক পর্যায়ের নানাবিধ প্র্যাকটিস বিষয়াবলী নিয়েও মত বিনিময় করেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন