শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মুনাফার ৫২ শতাংশ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মুনাফার ৫২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। আর বাকি ৪৮ শতাংশ যোগ হবে রিজার্ভে। যদিও প্রতিষ্ঠানটির মূলধনের দ্বিগুণেরও বেশি রিজার্ভ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৬ সালের ৩.৮৬ টাকার ইপিএসের বিপরীতে ২০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে নগদ ২ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৫১.৮১ শতাংশ। বাকি প্রতিটি শেয়ারে ১.৮৬ টাকা বা ৪৮.১৯ শতাংশ রিজার্ভে যোগ হবে। ডিএসই তথ্য অনুযায়ী, ৪০০ কোটি ৮ লাখ টাকার পরিশোধিত মূলধনের ব্যাংকটিতে ৯২০ কোটি ১২ লাখ টাকার রিজার্ভ রয়েছে। যা মূলধনের ২.৩০ গুণ বা ২৩০ শতাংশ। তবে ২০১৬ সালে মুনাফার কম লভ্যাংশ ঘোষণায় রিজার্ভ আরও ৭৪ কোটি ৪১ লাখ টাকা বাড়বে।
এর আগে ২০১৫ সালের ৩.৭৮ টাকার ইপিএসের বিপরীতেও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে নগদ ২ টাকা লভ্যাংশ ঘোষণা করেছিল। যা ছিল মুনাফার ৫২.৯১ শতাংশ। বাকি প্রতিটি শেয়ারে ১.৭৮ টাকা বা ৪৭.০৯ শতাংশ রিজার্ভে যোগ হয়েছিল। ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের ৪০০ কোটি ৮ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এক্ষেত্রে ব্যাংকটিতে উদ্যোক্তা পরিচালকদের মাত্র ১২.৫৯ শতাংশ মালিকানা রয়েছে। যাতে প্রতিষ্ঠানটি রাইট শেয়ারের মাধ্যমে টাকা উত্তোলনের সক্ষমতা হারিয়েছে।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর উত্তরা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.৫২ টাকায়। কোম্পানির ২০১৬ সালের ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ মে সকাল ১১টায় রাজধানীর খিলক্ষেতে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ৪ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন