সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটের কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী যুবলীগ নেতা আব্দুল আলীকে উপজেলার কাটাগাঙ নামক স্থানে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলায় যুবলীগ নেতা শামীমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল (রোববার) সকালে সিলেটে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শামীম আহমদ আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শামীম আহমদকে কারাগারে পাঠানোর সংবাদটি নিশ্চিত করেছেন অ্যাড. ইশতিয়াক আহমদ চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, পাথর ব্যবসার বিরোধে খুন হন ব্যবসায়ী আব্দুল আলী। আলী হত্যায় যুবলীগ নেতা শামীমসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ ও মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার কাটাগাঙ নামক স্থানে যুবলীগ নেতা ও পাথর ব্যবসায়ী আব্দুল আলীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে আরো বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা রেখে পরদিন কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে এ মামলায় সিলেট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার চার্জশীট দাখিল করেন আদালতে। ঐ মামলার চার্জশীটভুক্ত আসামী ছিলেন উপজেলা চেয়ারম্যান বাছির আহমদের ছেলে শামীম আহমদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন