শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নির্বাচন পরবর্তী সহিংসতা কালকিনিতে ৭ বাড়ি ভাঙচুর লুটপাট

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউপি নির্বাচনে আ.লীগের মনোনিত প্রার্থী বাদল তালুকদারের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দেয়ায় পূর্ব এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহাদাৎ আকনের বাড়িসহ ৭টি বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিদ্ব›দ্বী প্রার্থী রেহেনা বেগমের সমর্থকরা। গতকাল সোমবার সকালে এঘটনা ঘটে এবং এসময় ফেরদাউসি (কালু) বেগম (৫৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উক্ত গ্রামে পুলিশ মোতায়ন করা হয়। জানা গেছে, পূর্ব এনায়েত নগর ইউপি নির্বাচনে আ.লীগ মনোনিত প্রার্থী বাদল তালুকদারকে ২৪৭ ভোটের ব্যবধানে আনারস প্রতিক নিয়ে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী রেহেনা বেগম। কিন্তু নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় ক্ষিপ্ত হয়ে পূর্ব আলীপুর গ্রামে পূর্ব এনায়েত নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহাদাৎ আকন, মালেক আকন, মোসারফ আকন, মোকসেদ আকন, লিজা বেপারীসহ নৌকা প্রতিকের সমর্থক ৭ জনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন