শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফুলবাড়ী বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ীতে গত রোববার দিনব্যাপী উপজেলা ও পৌর বিএনপির ত্রিবাষিক কাউন্সিল স্থানীয় হোসেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ এজেডএম রেজওয়ানুল হক। উপজেলা ও পৌর বিএপির গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে শুধুমাত্র উপজেলা বিএনপির সভাপতি পদে অধ্যক্ষ খুরশিদ আলম মতির কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী নেই। এছাড়া উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্ব›দ্বীর মধ্যে আছেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, মোজাফ্ফর হোসেন চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল আহম্মেদ চৌধুরী ও জুলফিকার হেসেন। একইভাবে পৌর বিএপির সভাপতি পদে সাবেক সভাপতি আলহাজ আব্দুল মান্নান সরকার ও শাহাজুল ইসলাম,সাধারণ সম্পাদক পদে আসলাম সরকার ও নুরুল্লা নুরল, সাংগঠনিক সম্পাদক পদে, পৌর যুবদলের সভাপতি সাইদুর রহমান, মিজানুর রহমান ও সাহাবুর ইসলাম। এদিকে একাধিক প্রার্থীর মাঝে জেলা নেতৃবৃন্দ কোন সমঝোতা করতে না পেরে কমিটির ঘোষণা না দিয়েই ফুলবাড়ী ত্যাগ করায় নেতৃমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন