বিনোদন ডেস্ক : বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা পি এ কাজলের ফেসবুক আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে। তার আগের আইডিটি ছিল পি এ কাজল নামে। এটি হ্যাকড হয়ে যাওয়ায় তিনি কাজল পা নামে নতুন আইড খুলেছেন। পি এ কাজল জানান, আমার আগের আইডিটি ব্যবহার করছি না। ঐ আইডির সাথে আমার কোনো সম্পর্ক নেই। কাজেই ওটা থেকে যেসব কথা ও বক্তব্য প্রচার করা হয়, তা আমার নয়। এ ব্যাপারে আমার কোনো দায়-দায়িত্বও নেই। আমি আমার ফলোয়ারদের সতর্ক করে দিতে চাই, তারা যেন ঐ আইডিতে কোনো ধরনের অ্যাক্টিভিটি না চালান এবং বিতর্কিত কোনো বক্তব্য বা মন্তব্যে না জড়ান। আমি আমার নতুন আইডি কাজল পা থেকেই অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন