মালাইকা আর আরবাজের রোমান্স যেমন বলিউডে আদর্শ ছিল তেমনি তাদের দাম্পত্য জীবনও। তবে শেষ পর্যন্ত এই আদর্শ দাম্পত্য জীবনও বিবাহবিচ্ছেদে গড়ায়। তবে অন্যদের ছাড়াছাড়ি শেষ পর্যন্ত যেমন কুৎসিত দিকে যায় তেমন তাদের ক্ষেত্রে হয়নি। তাদের সম্পর্ক এখনও বন্ধুত্বপূর্ণ। আর পেশাগত সম্পর্কও এখন বজায় আছে।
মালাইকা অরোরা এখনও আরবাজ খানদের পারিবারিক অনুষ্ঠানগুলোতে অংশ নেন। একই কিছুদিন আগে ছেলে আহিলের প্রথম জন্মদিন উদযাপনের জন্য মালদ্বীপে আরবাজ খানের সঙ্গে যোগ দেন। এর আগে আরবাজ এক রোমানীয় নারীর সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ করেন।
এখন ‘দাবাঙ থ্রি’ ফিল্মটির আসন্ন নির্মাণ নিয়ে আলোচনা চলেছে আর আরবাজ ঘোষণা দিয়েছেন এই পর্বে সোনাক্ষিরটির পাশাপাশি আরেকটি প্রধান নারী চরিত্র থাকবে। এতে অনেকে ধারণা করতে শুরু করে এই চরিত্রটি করবেন মালাইকা।
তবে এই প্রসঙ্গে মালাইকা একটি দৈনিককে বলেছেন, “আমি ‘দাবাং থ্রি’ ফিল্মটির অংশ হয়ে থাকব। তবে প্রযোজক হিসেবে। আমি প্রযোজক ছিলাম তাই থাকব।”
মালাইকা ‘দাবাঙ’ সিরিজের প্রথম দুটি চলচ্চিত্রে প্রযোজনা ছাড়াও যথাক্রমে ‘মুন্নি বদনাম হুয়ি’ এবং ‘পান্ডে জি সিটি’ সঙ্গীত দৃশ্যগুলোতে পারফর্ম করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন