আধুনিক ও উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের “৭২১” গ্রুপের মোট ১০,০০০ (দশ হাজার) টেলিফোন নম্বর আগামী ২৪ এপ্রিল (সোমবার) হতে পর্যায়ক্রমে আট ডিজিটের নতুন নম্বর দ্বারা রূপান্তর করা হবে। সাত ডিজিট সম্পন্ন পুরাতন নম্বর অপরিবর্তিত থাকবে তবে আগে ‘৪’ যোগ হবে। সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য বিটিসিএলের অফিসিয়াল ওয়েব পেইজ www.btcl.com.bd তে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। এছাড়া, সম্মানিত গ্রাহকগণকে প্রতিটি নম্বর পরিবর্তনের সাথে সাথে টেলিফোন কলের মাধ্যমে পরিবর্তিত নম্বরের বিষয়ে অবহিত করা হবে। অধিকন্তু, গ্রাহকগণ টেলিফোন নম্বর পরিবর্তন সম্পর্কিত তথ্য জানতে চাইলে অফিস চলাকালীন ৫৫১২০০১০ এবং ৭২৫৩৩২২ নম্বরে অথবা বিটিসিএল কল সেন্টার ‘১৬৪০২’ তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হ’ল। নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন