রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাঁচটি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : মোটরসাইকেলের তেলের ট্যাংকে স্বর্ণ ভরে ভারতে পাচারের সময় সাতক্ষীরায় পাঁচ পিচ স্বর্ণের বারসহ (প্রতিটি ১০ ভরি ওজনের বার) এক চোরচালানিকে গ্রেফতার করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে ভোমরা সীমান্তের বিজিবির বাঁশকল চেকপোস্ট এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটককৃত চোরাচালানী ইছাহাক আলী (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষ¥ীদাড়ি গ্রামের মৃত বাহার আলী গাজীর ছলে। ৩৮ বিজিবি হেডকোয়ার্টার সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলে করে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের সময় বাঁশকল চেকপোস্ট এলাকা থেকে ইছাহাক আলীকে গ্রেফতার করা হয়। পরে তার মোটরসাইকেলের তেলের ট্যাংকের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ পিচ স্বর্ণের বার (৫০ ভরি) উদ্ধার করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরমান হোসেন (পিএসসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক স্বর্ণের ওজন ৫০ ভরি। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন