সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রূপগঞ্জে দুই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক পদ দাবিকে কেন্দ্র করে প্রতিপক্ষ যুবলীগ নেতাকর্মীরা দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকায় ঘটে এ ঘটনা। আহত যুবলীগ নেতা আল-আমিন ভুইয়া ও শফিকুল ইসলামকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বাড়ী বলাইখা এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক পদ দাবি করে আসছেন যুবলীগ নেতা আল-আমিন ভুইয়া ও অপর যুবলীগ নেতা কামাল হোসেন। সাধারন সম্পাদক পদ নিয়ে তাদের দু’জনের মাঝে বেশ কয়েক দিন ধরেই বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে গোলাকান্দাইল এলাকায় যুবলীগ নেতা কামাল হোসেনসহ তার লোকজন অপর যুবলীগ নেতা আল-আমিন ভুইয়াকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে আল-আমিন ভুইয়াকে বাঁচাতে এগিয়ে আসে শফিকুল ইসলাম। এসময় শফিকুল ইসলামকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এসময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যপারে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেন, এখনও গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়নি। যাচাই-বাচাই করেই সভাপতি ও সাধারন সম্পাদকের পদ দেয়া হবে। এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোহাগ নামে এক লম্পটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সকালে ধর্ষিতার পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার জোয়ারিয়া এলাকার আব্দুল মমিনের ছেলে সোহাগ রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার আসাদ মীরের বাড়িতে বসবাস করে আসছেন। গত ১৪ এপ্রিল রাতে ওই বাড়িতেই বসবাসরত প্রতিবন্ধি এক কিশোরীকে কৌশলে ধর্ষণ করে লম্পট সোহাগ পালিয়ে যায়। কিশোরীর পিতা একজন রিক্সা চালক ও মা গার্মেন্টস শ্রমিক। তারা দু’জন বাড়িতে এসে মেয়ের কাছ থেকে ঘটনা জানতে পারেন। লম্পট সোহাগকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন