রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালকিনিতে স্কুল কমিটি গঠন নিয়ে উত্তেজনা

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামে গ্রামে পক্ষ-বিপক্ষের সৃষ্টি হচ্ছে এতে করে চরম উত্তেজনারও সৃষ্টি হচ্ছে। আর নতুন কমিটি গঠন নিয়ে সরকারী নির্দেশনা এবং নির্দেশনার ফাঁকফোকর নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হওয়াসহ বিপাকে পড়েছেন প্রধান শিক্ষকরা। জানা গেছে, কালকিনি উপজেলায় বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয় গুলোতে ২০১৪ সালে কমিটি গঠন করা হয়। সেমতে কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কমিটি গঠনের প্রক্রিয়া চলতে থাকে। আর কমিটিতে পছন্দের পদ পেতে শুরু হয় লবিং গ্রæপিং। সরেজমিনে গিয়ে জানা গেছে, কালকিনি পৌর এলাকার ৪৭নং জুরগাঁওহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে পক্ষ বিপক্ষের সৃষ্টি হয়েছে এবং সেখানে উভয় গ্রæপের মধ্যে চরম উত্তেজনা চলছে। একইভাবে ১১৭নং পশ্চিম মিনাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও কমিটি গঠন নিয়ে পক্ষ বিপক্ষের সৃষ্টি হয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন ঢালী বলেন, যেসব স্কুলে সমস্যার কারণে কমিটি গঠন করা সম্ভব হবে না, সেখানে এটিওকে আহŸায়ক করে আহŸায়ক কমিটি গঠন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন